Tuesday, June 6, 2017

 এআর সফটওয়্যার উন্মোচন করল অ্যাপল

 

প্রতিষ্ঠানটির ডেভেলপারদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে অ্যাপল নতুন অগমেন্টেড রিয়ালিটি (এআর) সফটওয়্যার উন্মোচন করেছে যা ভার্চুয়াল বস্তুকে বাস্তব দুনিয়ার সামনে দেখাতে পারে, বলা হয়েছ ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
এআরকিট নামের এই সফটওয়্যার পোকিমন গো-এর মতো অ্যাপগুলোকে আইফোন ক্যামেরার মাধ্যমে ভার্চুয়াল ক্যারেক্টারগুলোকে বাস্তব দুনিয়ার বস্তুগুলোর সামনে নিয়ে আসতে দেবে। এআরকিট ক্যারেকটারগুলোকে ব্যবহারকারীর কাছে এমনভাবে প্রদর্শন করবে যে দেখে মনে হবে এগুলো ঠিক তার সামনেই রয়েছে।
এই অনুষ্ঠানে উইংনাট এআর নামের একটি আসন্ন অ্যাপও প্রদর্শন করেছে অ্যাপল। এই অ্যাপ বাস্তব কোনো দৃশ্যে ভার্চুয়াল জগতের দৃশ্য যোগের সুযোগ দেবে।
অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডেরিঘি বলেন, এ ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে আইফোনকে “বিশ্বের সবচেইয়ে বড় এআর প্লাটফর্ম বানানো।” সোমবার অ্যাপল নিজের কোনো এআর অ্যাপ প্রদর্শন করেনি, শুরুতে তারা বাইরের ডেভেলপারদের উপরই নির্ভর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি খাতে ফেইসবুক, মাইক্রোসফট থেকে শুরু করে গুগল পর্যন্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো এআর নিয়ে কাজ করছে।
অ্যাপল তাদের নিজস্ব এআর হেডসেট নিয়েও কাজ করছে বলে বিভিন্ন প্রযুক্তি ব্লগে আভাস দেওয়া হয়েছে।

 

No comments:

Post a Comment