Tuesday, June 6, 2017

 এআর সফটওয়্যার উন্মোচন করল অ্যাপল

 

প্রতিষ্ঠানটির ডেভেলপারদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে অ্যাপল নতুন অগমেন্টেড রিয়ালিটি (এআর) সফটওয়্যার উন্মোচন করেছে যা ভার্চুয়াল বস্তুকে বাস্তব দুনিয়ার সামনে দেখাতে পারে, বলা হয়েছ ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
এআরকিট নামের এই সফটওয়্যার পোকিমন গো-এর মতো অ্যাপগুলোকে আইফোন ক্যামেরার মাধ্যমে ভার্চুয়াল ক্যারেক্টারগুলোকে বাস্তব দুনিয়ার বস্তুগুলোর সামনে নিয়ে আসতে দেবে। এআরকিট ক্যারেকটারগুলোকে ব্যবহারকারীর কাছে এমনভাবে প্রদর্শন করবে যে দেখে মনে হবে এগুলো ঠিক তার সামনেই রয়েছে।
এই অনুষ্ঠানে উইংনাট এআর নামের একটি আসন্ন অ্যাপও প্রদর্শন করেছে অ্যাপল। এই অ্যাপ বাস্তব কোনো দৃশ্যে ভার্চুয়াল জগতের দৃশ্য যোগের সুযোগ দেবে।
অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডেরিঘি বলেন, এ ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে আইফোনকে “বিশ্বের সবচেইয়ে বড় এআর প্লাটফর্ম বানানো।” সোমবার অ্যাপল নিজের কোনো এআর অ্যাপ প্রদর্শন করেনি, শুরুতে তারা বাইরের ডেভেলপারদের উপরই নির্ভর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি খাতে ফেইসবুক, মাইক্রোসফট থেকে শুরু করে গুগল পর্যন্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো এআর নিয়ে কাজ করছে।
অ্যাপল তাদের নিজস্ব এআর হেডসেট নিয়েও কাজ করছে বলে বিভিন্ন প্রযুক্তি ব্লগে আভাস দেওয়া হয়েছে।

 

   নতুন আইম্যাক প্রো আনল অ্যাপল

 


সোমবার শুরু হওয়া ডেভেলপারপদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর এবারের আসরে নতুন এ আইম্যাক প্রো উন্মোচন করে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ম্যাক হলেও এটি একটি ওয়ার্কস্টেশন কম্পিউটারের মতো দ্রুত গতির, বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে।
বাহ্যিক দিক থেকে দেখলে আগের আইম্যাক-এর মতোই রাখা হয়েছে নতুন আইম্যাক প্রো। কিন্তু এবার নতুন ডার্ক গ্রে রঙে উন্মোচন করা হয়েছে এটি। এর আগে ম্যাকবুক প্রো এবং অ্যাপলের অন্যান্য নতুন ডিভাইসগুলোতে এই রং দেখা গেছে।
নতুন ম্যাকবুক প্রো-তে রাখা হয়েছে ২৭ ইঞ্চি রেটিনা ৫কে পর্দা আর এএমডি রেডন ভেগা জিপিইউ। নতুন আইম্যাক প্রো-এর সবচেয়ে শক্তিশালী হার্ডওয়্যার বলা হচ্ছে এর প্রসেসরকে। ৮, ১০ বা ১৮ কোর পর্যন্ত জিয়ন প্রেসেসর পাওয়া যাবে এতে। এছাড়া ‘দানবিক’ কার্যক্ষমতার জন্য ২২ টেরাফ্লপস পর্যন্ত গ্রাফিক্স প্রসেসিং করা যাবে ডিভাইসটিতে।
চার টেরাবাইট পর্যন্ত এসএসডি এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত ইসিসি মেমোরি রয়েছে এতে। ৩টি থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে ডিভাইসটির সঙ্গে দুইটি পর্যন্ত উচ্চক্ষমতার রেইড অ্যারে এবং দুইটি ৫কে ডিসপ্লে যুক্ত করা যাবে।
অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস বলেন, “ডেভেলপার এবং গ্রাহকদেরকে নতুন আইম্যাক প্রো-এর ধারণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত।”
“এটি হবে আমাদের সবচেয়ে দ্রুত গতির এবং সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ম্যাক, যা প্রথমবারের মতো ওয়ার্কস্টেশন শ্রেণির কম্পিউটিং অভিজ্ঞতাকে আইম্যাক-এর মধ্যে নিয়ে এসেছে,” যোগ করেন তিনি।
নতুন আইম্যাক প্রো-এর দাম বলা হচ্ছে ৪৯৯৯ ব্রিটিশ পাউন্ড। চলতি বছরের ডিসেম্বরে এটি বাজারে আসার কথা রয়েছে।
সফটওয়্যার আপডেট এবং আইম্যাক প্রো-এর পাশাপাশি এই অনুষ্ঠানে নতুন ১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো এবং হোমস্পিকার উন্মোচন করেছে অ্যাপল। এছাড়া ম্যাকবুক লাইনআপ-এর হার্ডওয়্যারও উন্নত করা হয়েছে। আর দামও কিছুটা কমানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

Amazon offers Prime discount for US customers on government aid

Amazon.com Inc said on Tuesday it would offer a discount on its popular Prime subscription service for shoppers who receive US government aid, taking aim at a key customer base for rival Wal-Mart Stores Inc.

Amazon said

Monday, June 5, 2017

      Google Answers Searches Before You're Finished Asking

 Google (Nasdaq: GOOG) on Wednesday announced what it says are even faster Web search capabilities in its new "Google Instant" service.

Billed as "search before you type," the new feature uses predictive analysis to search the Web for the most likely matches as the user is typing in a query and streams results in real time according to its predictions.

This is yet another move in the ongoing war over online search between the dominant players -- Google on the one hand and the Microsoft/Yahoo team on the other.
Whether or not users will see any tangible benefits from this speeded-up search remains to be seen.

About Google Instant
Google Instant dynamically displays relevant search results while users type their queries so they can click through to the Web content they need more quickly. It predicts the rest of a user's query in light gray text before the user finishes typing. If the prediction is correct, the user can stop typing, scroll down and find the information she or he is looking for.

For instance, if a user simply types the letter "n" into the search field, gray letters will instantly fill out the rest of the field to spell "netflix," and the top search results for that company will be immediately displayed. Other alternatives like "nordstrom," "nko" and "npr" will appear below the search bar.

If the user continues by adding an "i," the word "nissan" appears in gray, accompanied by instant search results for that company. Alternatives like "nike" and "nintendo" appear below the search bar.

The user can continue by typing whatever search terms he or she wishes or clicking on something that's been automatically presented.

New caching systems, the ability to adaptively control the rate at which Google displays results pages, and optimization of page-rendering JavaScript to help Web browsers keep up with the rest of the system had to be applied to enable Google Instant, according to a blog post by Marissa Mayer, Google's vice president of search products and user experience.

Users of the Google Chrome, Firefox, Safari and Internet Explorer 8 browsers will access and use Google Instant when they get onto Google.com. The service is being rolled out in the United States first. It will also be available to users in France, Germany, Italy, Russia, Spain and the United Kingdom who are signed-in and have browsers that can handle the Instant service. Google will roll out the service to other countries and platforms over time.

Google's tests show the Instant service saves the average searcher two to five seconds per search.

"With Google Instant, we estimate that we'll save our users 11 hours with each passing second," Mayer wrote.

The Time Tunnel
"Save users 11 hours per second?" asked Charles King, principal analyst at Pund-IT. "So we're going back in time?"

Google searches are already speedy -- several searches on Google.com using broad terms such as "dog food" returned results in between 1.1 and 2.7 seconds, and it's difficult to see how much more time can be saved on those searches.

"Are we talking about search queries or about setting a new world record in a foot race?" asked Laura DiDio, principal at ITIC. "How fast to you need to have search go?" she asked.

Google Instant "is all just hype," DiDio told TechNewsWorld. "Google's trying to get its name in the news and keep it there," she added.

Speed Demon
Google had previously demonstrated search-as-you-type, but that wasn't enough, Mayer wrote.
"Our search-as-you-type demos were thought-provoking -- fun, fast and interactive -- but fundamentally flawed. Why? Because you don't really want search-as-you type," she wrote. "You really want search-before-you-type -- that is, you want results for the most likely search given what you have already typed."

Google Instant could be a competitive feature in certain types of user experience, Charles King, principal analyst at Pund-IT, told TechNewsWorld.

"For example, if you were performing a search on a mobile device where the typing is considerably more cumbersome than it is on a standard keyboard, having predictive search could be a big help," King said.

However, that feature might actually lead to a backlash, ITIC's DiDio pointed out.

"I've already got that predictive feature on my cellphone, and half the time when I'm typing a text message the system's predictions don't match what I intend to type," DiDio said. "You can spend more time correcting the predictions than you would just typing your message."

Outrunning the Competition
Google Instant looks to be yet another move in the battle for dominance between Google on the one hand and the Microsoft/Yahoo partnership on the other.

Some highlights of that battle: Back in December, both parties teamed up with Twitter for real-time search. In addition, Google's and Microsoft's (Nasdaq: MSFT) Bing search engines both focused on visual search, and Bing teamed up with Wolfram Alpha in the math and health areas.

Google later brought out a beta of Caffeine, its new Web indexing system,, which it completed in June. It also unveiled a beta of Social Search.

Bing is gaining ground against Google, adding 8 percent market share in June. Further, Microsoft and Yahoo (Nasdaq: YHOO) announced last month that Microsoft Adcenter would power all paid search ads on Yahoo Search in the United states and Canada.

Given all this, it's no surprise that Google came up with something to maintain its dominance in the online search market. That new feature doesn't have to be earth-shaking because Google's still the king of the hill.

"Google is dominant, so all it needs to do is be good enough," Rob Enderle, principal analyst at the Enderle Group, told TechNewsWorld. "This should help it hold users and maybe get some recent defectors back if people like what they see," Enderle opined.

Google did not respond to a request for comment by press time.

European Extremely Large Telescope construction begins in Chilean deser

 

The size of the ELT has the potential to transform our understanding of the universe, say its backers, with its main mirror that will measure some 39 meters (43 yards) across.
Located on a 3,000 meter-high mountain in the middle of the Atacama desert, it is due to begin operating in 2024.
Among other capabilities, it will add to and refine astronomers' burgeoning discoveries of planets orbiting other stars, with the ability to find smaller planets, image larger ones, and possibly characterize their atmospheres, a key step in understanding if life is present.
"What is being raised here is more than a telescope. Here we see one of the greatest examples of the possibilities of science," said Chilean President Michelle Bachelet in a speech to mark the beginning of construction at the site.
The dry atmosphere of the Atacama provides as near perfect observing conditions as it is possible to find on Earth, with some 70 percent of the world's astronomical infrastructure slated to be located in the region by the 2020s.
The ELT is being funded by the European Southern Observatory, an organization consisting of European and southern hemisphere nations. Construction costs were not available but the ESO has said previously that the ELT would cost around 1 billion euros ($1.12 billion) at 2012 prices.

 

 

 

After London attack, Facebook says it wants to be 'hostile’ to terrorists

 

Three attackers rammed a hired van into pedestrians on London Bridge and stabbed others nearby on Saturday night in Britain's third major militant attack in recent months.
May responded to the attack by calling for an overhaul of the strategy used to combat extremism, including a demand for greater international regulation of the internet, saying big internet companies were partly responsible for providing extreme ideology the space to develop.
Facebook on Sunday said it condemned the London attacks.
"We want Facebook to be a hostile environment for terrorists," said Simon Milner, Director of Policy at Facebook in an emailed statement.
"Using a combination of technology and human review, we work aggressively to remove terrorist content from our platform as soon as we become aware of it — and if we become aware of an emergency involving imminent harm to someone's safety, we notify law enforcement."
May has previously put pressure on internet firms to take more responsibility for content posted on their services. Last month she pledged, if she wins an upcoming election, to create the power to make firms pay towards the cost of policing the internet with an industry-wide levy.
Twitter also said it was working to tackle the spread of militant propaganda on its website.
"Terrorist content has no place on Twitter," Nick Pickles, UK head of public policy at Twitter, said in a statement, adding that in the second half of 2016 it had suspended nearly 400,000 accounts.
"We continue to expand the use of technology as part of a systematic approach to removing this type of content."

Sunday, June 4, 2017

Softbank-Saudi tech fund becomes world's biggest with $93 billion of capital


 

Apple and Nokia see deeper partnership after ending patent dispute


 



 


The deal means Nokia will get bigger royalties from Apple for using its mobile phone patents, helping offset the impact of waning demand for its mobile network hardware.
Such legal battles are common in the industry but can drag on for years and analysts had not been expecting such a quick resolution to the dispute that started in December.
Under the deal announced in a joint statement from the companies on Tuesday, Nokia will also supply network infrastructure products to Apple, and Apple will resume sales of Nokia's digital health products in retail and online stores and look at further collaboration in health.
Digital health is one of the areas Nokia is targeting as it tries to develop new businesses to offset the industry-wide slump in demand for network equipment. Last year, Nokia bought France's Withings S.A., a small firm with products such as activity trackers and baby monitors built on digital platforms.
"There could emerge big future value from this as Apple could become an important distribution channel," said Handelsbanken analyst Daniel Djurberg, who has an "accumulate" recommendation for Nokia shares.
"I have not given any value so far for Nokia's digital health business, but might apply an option value to it."
Industrial deal
Nokia Chief Executive Rajeev Suri told the company's annual general meeting later on Tuesday that the deal would help expand network sales beyond telecom operators to global internet and technology giants.
"(The deal) involves a business collaboration ... in particular in areas of IP and optical equipment, which is quite key to webscale players when they build their data centers," he said. "It's a good deal, a multi-year licensing deal, and I love it that it has an industrial deal and aspect to it."
Under the patent license agreement, Nokia will receive a "significant" upfront cash payment and additional revenues from Apple starting from the current quarter. The companies did not give further details but analysts said the revenue was likely to be far higher than a previous deal.
Inge Heydorn, fund manager at Sentat Asset Management, said it was a smart move to collaborate on digital health products.
"It's interesting for Nokia in a five- to 10-year perspective since I think it will be hard to be profitable within mobile infrastructure," said Heydorn, whose firm does not hold any shares in Nokia.
Nokia shares, which fell in December when the patent dispute was announced, jumped to their highest since February 2016 and were up 6.7 percent at 5.89 euros by 1509 GMT (11:09 a.m. ET).
A previous patent license contract between the companies expired last year, and both sides took legal action in December. Apple complained of being overcharged and Nokia responded by accusing Apple of violating technology patents.
In the absence of a new deal, Nokia cut its annual run-rate forecast in December for patent and brand licensing sales to 800 million euros ($900 million) from 950 million euros previously. In its latest quarterly report released in April, Nokia stopped giving an annual run-rate forecast altogether.
"(The agreement) moves our relationship with Apple from being adversaries in court to business partners," Nokia's Chief Legal Officer Maria Varsellona said in a statement.
Quick resolution
Analysts were surprised by the relatively quick resolution of the dispute between Apple and Nokia.
"Nokia told analysts in April don't calculate on any license revenue from Apple, not even in 2018, so this is a positive surprise. It will also limit Nokia's legal expenses," said Djurberg who said he would probably raise his Nokia estimates.
"For Nokia, it's good news they got this out of the way, but we still have to wait for details about the financial impact," said OP Equities analyst Hannu Rauhala.
"The previous annual rate was 150 million euros, so I assume this to be more, around 500 million euros."
Rauhala said Apple might have been willing to settle with Nokia as the U.S. company's patent battle with chipmaker Qualcomm Inc has escalated.
Patent royalties represent only a sliver of Nokia's overall revenue, more than 90 percent of which comes from telecoms network equipment. But licensing payments are highly profitable and the network business is suffering an industry-wide slump.
Nokia's patents cover technology that reduces the need for hardware components in a phone, conserves battery life, increases radio reception, helps in recovering lost phones and enables voice recognition, among other features.
Once the world's dominant cellphone maker, Nokia sold its handset business to Microsoft in 2014 to focus on its network business and large portfolio of mobile device patents.
Nokia's total sales in 2016 were about 24 billion euros.

Blame game for cyber attacks grows murkier as spying, crime tools mix

 

All the hallmarks were there: targeted phishing emails common to government espionage, an advanced Trojan horse for stealing data from inside organizations, covert communication channels for grabbing documents and clues in the programming code indicating its authors were Russian speakers.
It took weeks before the lead cyber spying investigator at Symantec, a top U.S. computer security firm, figured out instead he was tracking a lone-wolf cyber criminal.
DiMaggio won't identify the name of the culprit, whom he has nicknamed Igor, saying the case is a run-of-the-mill example of increasing difficulties in separating national spy agency activity from cyber crime. The hacker comes from Transdniestria, a disputed, Russian-speaking region of Moldova, he said.
"The malware in question, Trojan.Bachosens, was so advanced that Symantec analysts initially thought they were looking at the work of nation-state actors," DiMaggio told Reuters in a phone interview on Wednesday. "Further investigation revealed a 2017 equivalent of the hobbyist hackers of the 1990s."
Reuters could not contact the alleged hacker.
The example highlights the dangers of jumping to conclusions in the murky world of cyber attack and defense, as tools once only available to government intelligence services find their way into the computer criminal underground.
Security experts refer to this as "the attribution problem", using technical evidence to assign blame for cyber attacks in order to take appropriate legal and political responses.
These questions echo through the debate over whether Russia used cyber attacks to influence last year's U.S. presidential elections and whether Moscow may be attempting to disrupt national elections taking place in coming months across Europe.
The topic is a big talking point for military officials and private security researchers at the International Conference on Cyber Conflict in Tallin this week. It has been held each year since Estonia was swamped in 2007 by cyber attacks that took down government, financial and media websites amid a dispute with Russia. Attribution for those attacks remains disputed.
THE SMOKING GUN
"Attribution is almost never a clean, smoking-gun," said Paul Vixie, creator of the first commercial anti-spam service, whose latest firm, Farsight Security, helps firms track down cyber attackers to identify and block them.
Raising the stakes, a mystery group calling itself ShadowBrokers has taken credit for leaking cyber-spying tools that are now being turned to criminal use, including ones used in the recent WannaCry global ransomware attack, ratcheting up cyber security threats to a whole new level.
In recent weeks, ShadowBrokers has threatened to sell more such tools, believed to have been stolen from the U.S. National Security Agency, to enable hacking into the world's most used computers, software and phones.
"The bar for what's considered advanced is lowered as time goes by," said Sean Sullivan, a security researcher with Finnish cyber firm F-Secure.
The Moldovan hacker's campaign to steal data and resell it on the web came to light only after infections popped up last year at a major airline, an online gambling firm and a Chinese automotive software maker, which are all customers of Symantec products used to secure their business networks.
Igor appears to have targeted the auto-tech company to steal its car diagnostics software, which retails for around $1,100 but Igor sold for just a few hundred dollars on underground forums and websites he had created. His aims in trying to break into the airline and gambling firm remain a mystery.
“Considering the audacity of this attack, the financial rewards for Igor are pretty low,” DiMaggio wrote in a blog post on his findings to be published on Wednesday.
As a threat, Symantec rates Trojan.Bachosens as a very low risk virus, in part because the attack singles out only a handful of specific firms rather than the wide-ranging, random attacks used by many cyber criminals to scoop up the greatest number of victims.
"I think those days are over when we can say in black and white: We know this is an espionage group," DiMaggio said.
The Symantec researcher has not reported Igor to local authorities, calculating that exposing the methods of the attack will be enough to neutralize them.

THE SMOKING GUN
"Attribution is almost never a clean, smoking-gun," said Paul Vixie, creator of the first commercial anti-spam service, whose latest firm, Farsight Security, helps firms track down cyber attackers to identify and block them.
Raising the stakes, a mystery group calling itself ShadowBrokers has taken credit for leaking cyber-spying tools that are now being turned to criminal use, including ones used in the recent WannaCry global ransomware attack, ratcheting up cyber security threats to a whole new level.
In recent weeks, ShadowBrokers has threatened to sell more such tools, believed to have been stolen from the U.S. National Security Agency, to enable hacking into the world's most used computers, software and phones.
"The bar for what's considered advanced is lowered as time goes by," said Sean Sullivan, a security researcher with Finnish cyber firm F-Secure.
The Moldovan hacker's campaign to steal data and resell it on the web came to light only after infections popped up last year at a major airline, an online gambling firm and a Chinese automotive software maker, which are all customers of Symantec products used to secure their business networks.
Igor appears to have targeted the auto-tech company to steal its car diagnostics software, which retails for around $1,100 but Igor sold for just a few hundred dollars on underground forums and websites he had created. His aims in trying to break into the airline and gambling firm remain a mystery.
“Considering the audacity of this attack, the financial rewards for Igor are pretty low,” DiMaggio wrote in a blog post on his findings to be published on Wednesday.
As a threat, Symantec rates Trojan.Bachosens as a very low risk virus, in part because the attack singles out only a handful of specific firms rather than the wide-ranging, random attacks used by many cyber criminals to scoop up the greatest number of victims.
"I think those days are over when we can say in black and white: We know this is an espionage group," DiMaggio said.
The Symantec researcher has not reported Igor to local authorities, calculating that exposing the methods of the attack will be enough to neutralize them.

 অবশেষে মহাকাশে বাংলাদেশের ন্যানো      স্যাটেলাইট

 

 

অবশেষে মহাকাশে বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট

প্রতীক্ষার পালা কাটিয়ে অবশেষে ৪ জুন মধ্যরাতে মহাকাশে পাড়ি দিয়েছে বাংলাদেশের বানানো প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’।
বাংলাদেশের ব্র্যাক অন্বেষা দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ও ন্যানো স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপন নিয়ে আপডেট পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।” দলটির প্রতি সমর্থন, প্রার্থনা, উৎসাহ, প্রেরণার জন্য সবাইকে ধন্যবাদও জানায় তারা।
৪ জুন বাংলাদেশ সময় মধ্যরাত তিনটার দিকে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স আর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সিআরএস-১১ অভিযানে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে এই ন্যানো স্যাটেলাইট পাঠানো হয়। এই উৎক্ষেপণ-এর ঠিক আগ মূহুর্তে নাসা’র এক বিবৃতিতে বলা হয়, “ফ্লোরিডায় আমাদের কেনেডি স্পেস সেন্টার থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় স্থানীয় সময় বিকাল ৫টা ৭মিনিটে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে।”
জাপানে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা , আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মানোয়ার ‘ব্র্যাক অন্বেষা’ নামের এই ন্যানো স্যাটেলাইট বানান। উৎক্ষেপণের পর এক ভিডিও পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। ওই ভিডিওতে মাইসুন বলেন, এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পৌঁছানোর পর একে কক্ষপথে স্থাপন করা হবে। তারপর আমরা এটি থেকে সিগন্যাল পাওয়া শুরু করলেই পুরো কাজ সম্পন্ন হবে।

Saturday, June 3, 2017

 

প্রযুক্তি নিয়ে ২০১৭-এর পাঁচ ভবিষ্যদ্বাণী

 


 



 


  

       ভুয়া খবর: চাপ বাড়ছে ফেইসবুকে

  
 

 


 

            

        বিজ্ঞাপন বন্ধে মূল্য নেবে গুগল

 


 



 


যেসব গ্রাহক অ্যাড-ব্লকার ব্যবহার করে থাকেন বিজ্ঞাপনদাতারা তাদের পছন্দমতো সেবা দেবে। কোনো গ্রাহক যদি বিজ্ঞাপন দেখতে চান তাহলে তাদেরকে বিজ্ঞাপন দেখাবে প্রতিষ্ঠানগুলো। আর কোনো গ্রাহক বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট দেখতে চাইলে তাকে মূল্য দিতে হবে, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।
এক ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়, “প্রথমে উত্তর আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে ‘ফান্ডিং চয়েসেস’ চালু করা হবে।”
এছাড়া নিজস্ব অ্যাড-ব্লকার তৈরি করছে গুগল। তাদের এই অ্যাড-ব্লকারটি ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে বলে জানানো হয়। মানসম্মত নয় এমন বিজ্ঞাপনগুলো ব্লক করবে এটি।
অকস্মাত হাজির হয় এবং বিরক্তি উৎপাদন করে এমন বিজ্ঞাপন ঠেকাতে অ্যাড-ব্লকার তৈরি করা হয়। এসব বিজ্ঞাপনের কারণে ব্রাউজারেও ধীর গতি দেখা যায় এবং অনেক ক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়।
গুগলের বিজ্ঞাপণ এবং বাণিজ্য বিভাগের জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট শ্রিধর রামাসওয়ামি বলেন, “অ্যাড-ব্লকারগুলো প্রকাশক এবং প্রযোজক যারা বিজ্ঞাপনী আয়ের ওপর নির্ভর করেন তাদের জন্য বড় বাধা।”
“আমরা বিশ্বাস করি এই মূল্যগুলো ছোট বড় কনটেন্ট প্রস্তুতকারকদের নিশ্চিত করবে যে তারা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল জোগাতে একটি মজবুত উপায় পাবেন,” যোগ করেন তিনি।
‘কোয়ালিশন ফর বেটার অ্যাড’ নামের একটি দলের সদস্য গুগল। ব্যবহারকারীর অনলাইন বিজ্ঞাপনী অভিজ্ঞতা ভালো করতে কাজ করে এই দলটি। এই দলে আরও রয়েছে নিউজ কর্পোরেশন, ফেইসবুক এবং ইউনিলিভার।
ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো-এর সাম্প্রতিক তথ্য মতে যুক্তরাজ্যের ২২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অ্যাড-ব্লকিং সেবা ব্যবহার করেন। ২০১৬ সালে অ্যাড ব্লকার প্লাস দাবী করে বিশ্বব্যাপী তাদের ১০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।

ঘৃণামূলক বক্তব্যে ‘স্পষ্ট অবস্থানে’ ইউটিউব

 


 



 


বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, ভিডিও প্রস্তুতকারকরা যাতে জানতে পারেন কোন কনটেন্টগুলো ‘বিজ্ঞাপনবান্ধব’ সে কারণেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “ঘৃণামূলক এবং পক্ষপাতমূলক কনটেন্টের পাশে বিজ্ঞাপন পোস্ট করবেনা তারা। তাদের বিজ্ঞাপনগুলো কোথায় দেওয়া হচ্ছে সে বিষয়ে বিজ্ঞাপনদাতাদের অবহিত করতেই পরিবর্তন আনা হচ্ছে।”
ইউটিউবের নতুন এই পরিবর্তনে আপত্তি জানিয়েছে বেশ কিছু ব্লগার। তাদের দাবী নীতিমালাগুলো খুব বেশি কঠোর। এটি তাদের আয়ে প্রভাব ফেলবে।
প্রতিষ্ঠানের নতুন ঘোষণায় এটিও স্পষ্ট করা হয় কোন ধরনের কনটেন্টগুলা ওয়েবসাইট থেকে আয় করতে পারবে না। এর পাশাপাশি ভিডিওর যেসব বিজ্ঞাপনে অবাধে কোন ব্যক্তি বা দলকে লক্ষ্য করে অসম্মানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে সেগুলোও অনুমোদন দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়।
এই নীতিমালা সিনেমা নির্মাতা যারা বিনোদনী চরিত্রের মাধ্যমে ‘অনুপযুক্ত’ প্যারোডি ভিডিও তৈরি করে তাদেরকেও নিরুৎসাহিত করবে। এর আগে কিছু ভিডিও নির্মাতা কার্টুন চরিত্র দিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও তৈরি করেছে বলে জানানো হয়।
ইউটিউবের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ভিডিও বিজ্ঞাপনবান্ধব না হলেও সেটি ওয়েবসাইটে রাখা হবে যতক্ষণ পর্যন্ত না এটি তাদের নীতিমালা অমান্য করবে। কিন্তু এ ধরনের কনটেন্ট থেকে কোনো আয় করতে পারবেন না গ্রাহক।

Friday, June 2, 2017

BASIC HTML

BASIC HTML

যেভাবে তৈরি হল ‘আমাদের ন্যানো স্যাটেলাইট’

 

 

 

 

 

 

 

 

 

 

 

দেশি কম্পিউটার, ল্যাপটপ, ফোনের দাম কমবে

 

এর ফলে দেশে সংযোজিত ও উৎপাদিত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও ফোনের দাম কমবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর ও শুল্ক ছাড়ের এই প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের সরকারের অন্যতম উন্নয়ন কৌশল। এ লক্ষ্যে ১৯৯৬ সন হতে আমরা তথ্য প্রযুক্তি খাতের অধিকাংশ পণ্যের আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর রেয়াতি সুবিধা দিয়ে আসছি। ফলে এ প্রযুক্তি দেশে ব্যাপক প্রসার লাভ করেছে। প্রচুর সম্ভাবনাময় আইসিটি খাত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে।
“এখাতে প্রয়োজনীয় শুল্ক-কর প্রণোদনা এবং নীতি সহায়তা প্রদানের জন্য মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের স্থানীয় সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি।”
প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাব উৎপাদনে ব্যবহার হয় এমন প্রায় ৫০টি পণ্যে আমদানি শুল্ক কমিয়ে অভিন্ন ১ শতাংশ করা হয়েছে।
এর মধ্যে আগে আমদানি শুল্ক ছিল ২১টি পণ্যে ২৫ শতাংশ, একটি পণ্যে ১৫ শতাংশ, ১০টি পণ্যে ১০ শতাংশ ও ১৮টি পণ্যে আমদানি শুল্ক ৫ শতাংশ ছিল।
সেলুলার ফোন উৎপাদনে ব্যবহৃত হয় এমন ৪৪টি পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে তিনটি পণ্যে আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, বাকিগুলি কমিয়ে ১ শতাংশে নামানো হয়েছে।
এর মধ্যে ১২টি পণ্যে আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ, ১টি পণ্যে ১৫ শতাংশ, ১৫টি ১০ শতাংশ ও ১৩টি পণ্যে আমদানি শুল্ক ছিল ৫ শতাংশ।
তবে বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনের দাম বাড়বে। এটার আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে।