তাইপে-তে অনুষ্ঠিত কম্পিউটেক্স-এ কনসেপ্ট জিউস নামের এই কনসেপ্ট মাউসপ্যাড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই মাউসপ্যাডটিতে রয়েছে ইন্ডাক্টিভ চার্জিং স্টেশন। মাউসপ্যাডের ওপরে ডান দিকের অংশে গোলাকার একটি জায়গা রাখা হয়েছে। এক্ষেত্রে মাউস এই জায়গায় রাখা হলে তা স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে।
চার্জিং এই ডকস্টেশনকে বলা হচ্ছে ‘কিউই’ প্রযুক্তিসম্বলিত। তার মানে শুধু মাউসই নয় কিউই প্রযুক্তি সমর্থন করে এমন সব ডিভাইসও চার্জ দেওয়া যাবে এটি দিয়ে।
দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮-ও এই প্যাড দিয়ে চার্জ করা যাবে বলে উল্লেখ করা হয়।
শুধু আন্ড্রয়েড নয় আইফোনও চার্জ করা যাবে কনসেপ্ট জিউস দিয়ে। আইফোনের জন্য আলাদা একটি ডিভাইস উন্মোচন করেছে কোরসেয়ার। এই ডিভাইসটি আইফোনের লাইটনিং কানেক্টরে যুক্ত করে চার্জিং প্যাডের নির্দিষ্ট স্থানে রাখলে তা চার্জ হবে বলে জানানো হয়।
২০১৭ সালের দ্বিতীয়ার্ধে বা ২০১৮ সালের প্রথমার্ধে বাজারে আসার কথা রয়েছে কনসেপ্ট জিউস নামের এই মাউসপ্যাডটি। সেক্ষেত্রে মাউস এবং চার্জিংপ্যাড একসঙ্গে বিক্রি করা হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
No comments:
Post a Comment